বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

অ্যাসিস্ট, ইফতার এবং গোল: রমজানের রাতে অপ্রতিরোধ্য লামিনে ইয়ামাল  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১১:৪৩

শেয়ার

অ্যাসিস্ট, ইফতার এবং গোল: রমজানের রাতে অপ্রতিরোধ্য লামিনে ইয়ামাল  
ছবি: সংগৃহীত

কী অসাধারণ এক রাত পার করলেন লামিনে ইয়ামাল। মাঠে নামার আগে দুই হাত মুখের অনেকটা কাছে নিয়ে মোনাজাত করলেন। আফ্রিকান মুসলমান রক্ত বইছে ধমনীতে। স্প্যানিশ এই তরুণ মাঠে নামলেন রমজান মাসের বিশুদ্ধতা নিয়ে। রোজা রেখেই ফুটবলের মাঠে নামলেন। প্রথমে পেলেন অ্যাসিস্ট। পরে নিজেই করলেন দর্শনীয় একটা গোল।

মাঝে সূর্য ডোবার ক্ষণে ছোট একটা বিরতিতে সেরেছেন ইফতারটাও। দুর্দান্ত লামিনে ইয়ামাল বার্সেলোনাকে ম্যাচ জিততে দারুণভাবে সাহায্য করেছেন। ১ গোল আর ১ অ্যাসিস্ট তার প্রাপ্তি বেনফিকার বিপক্ষে ম্যাচে। সবচেয়ে বিষ্ময়কর ব্যাপার, অ্যাসিস্ট-ইফতার এবং গোল, এর সবই লামিনে ইয়ামাল করেছেন মাত্র ১৭ মিনিটের মাঝে।

অ্যাগ্রিগেটে ১-০ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ বেনফিকাকে ছাড় দেয়নি বার্সেলোনা। সেই সুবাদে ১৭ বছর বয়েসী ইয়ামাল ম্যাচের ১১ মিনিটেই দেখালেন তার ম্যাজিক। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে বল অন্য প্রান্তে পাঠান ইয়ামাল। সেখানে একেবারেই ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রাফিনিয়া। চলতি আসরে দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান বলকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি।

মিনিট তিনেক পর ইফতারের ক্ষণ। ম্যাচের ১৪ মিনিটে সূর্য ডুবে গেলে ইফতার সেরেছেন এই স্প্যানিশ উইঙ্গার। বার্সেলোনা দলে তিনি একাই রোজা রেখে মাঠে নামলেও বেনফিকা স্কোয়াডে রোজাদার ছিলেন ওরকুন কোচকু এবং কেরেম আর্তুগ্লু।

মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাস রমজানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আরও অনেক ফুটবল ম্যাচের মতো চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচেও ছিল বিশেষ রামাদান ব্রেক। সেই সুবাদেই মাঠে পানি খেয়ে ইফতার সেরে নেন ইয়ামাল।

ছোট্ট এই বিরতির পর লামিনে দেখিয়েছেন ম্যাচের সেরা মুহূর্ত। সেটা ইয়ামালের ফুটবল প্রতিভাকে জানান দিলো আরও একবার। বল নিয়ন্ত্রণে নিতে নিতে একেবারেই টাচলাইনের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে জায়গা করে ঘুরে এসে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট। দুর্দান্ত সেই গোলটা মৌসুমের সেরা এক গোলও হয়ে থাকতে পারে।

এই গোলে রেকর্ডও গড়ে ফেলেন ইয়ামাল। ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এখন চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার। ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড করেছিলেন।

লামিনে ইয়ামালের জাদুকরী রাতে বার্সেলোনা জয় পেয়েছে ৩-১ গোলে। আর দুই লেগ মিলিয়ে জয় এসেছে ৪-১ অ্যাগ্রিগেটে। এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল।

banner close
banner close