বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

হালান্ডের হেড-ভিনির ড্রিবলিং চুরি করতে চান আলভারেজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

হালান্ডের হেড-ভিনির ড্রিবলিং চুরি করতে চান আলভারেজ
হুলিয়ান আলভারেজ। ছবি : অ্যাতলেতিকো ফেসবুক পেজ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ। এর আগে চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল অ্যাকাউন্টের সঙ্গে একটি আকর্ষণীয় প্রশ্ন-উত্তর পর্বে কথা বলেছেন আতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভেরেজ। যেখানে তার সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে যে দক্ষতা নিতে চান সে সম্পর্কে মন্তব্য করেছেন। 

অন্য কোনো খেলোয়াড়ের কোন দক্ষতা চুরি করতে চান এমন প্রশ্নের জবাবে আলভারেজ বলেন, আর্লিং হলান্ডের হেড, ভিনিসিয়ুস জুনিয়রের ড্রিবলিং।

এ ছাড়া আরো কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন আলভারেজ : 

প্রশ্ন : চ্যাম্পিয়নস লিগ শুনলে সবার আগে আপনি কথা ভাবেন?
আলভারেজ : লিওনেল মেসি।

প্রশ্ন : সব সময়ের প্রিয় ফুটবলার?
আলভারেজ : লিওনেল মেসি। 

প্রশ্ন : মাঠে কথা না বলেও সবচেয়ে ভালো যোগাযোগ কার সঙ্গে?
আলভারেজ : আঁতোয়ান গ্রিয়েজমান।

প্রশ্ন : আপনার করা সবচেয়ে পছন্দের চ্যাম্পিয়নস লিগ গোল কোনটি?
আলভারেজ : খুব বেশি আগের নয়, লেভারকুসেনের বিপক্ষে গোলটি।

প্রশ্ন : একজন খেলোয়াড় যার সঙ্গে আপনি শব্দ ছাড়াই কথা বলতে পারেন?
আলভারেজ : রদ্রিগো ডি পল।

প্রশ্ন : চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৯০তম মিনিটে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কাকে বেছে নেবেন?
আলভারেজ : গ্রিয়েজমান অথবা আনহেল কোরেয়া।

প্রশ্ন : আপনার ফোনে সবচেয়ে বিখ্যাত কোন ব্যক্তির নাম্বার আছে?
আলভারেজ : মেসি।

প্রশ্ন : সবচেয়ে কঠিন সেন্ট্রাল ডিফেন্ডার যার বিপক্ষে আপনি খেলেছেন? 
আলভারেজ : ক্রিস্টিয়ান রোমেরো।

প্রশ্ন : মৃত বা জীবিত, কোন মানুষটির সঙ্গে আপনি দেখা করতে চাইতেন?
আলভারেজ : ম্যারাডোনা।

প্রশ্ন : চ্যাম্পিয়নস লিগের সেরা পরিবেশ যে মাঠে? 
আলভারেজ : ডর্টমুন্ড অথবা মিউনিখ। 

 
banner close
banner close