বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রিয়াল তারকাকে দলে ভেড়াতে চায় ম্যানসিটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১৬:১৩

শেয়ার

রিয়াল তারকাকে দলে ভেড়াতে চায় ম্যানসিটি
এদুয়ার্দো কামাভিঙ্গা। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের পাওয়ারহাউজ ম্যানচেস্টার সিটি আগামী গ্রীষ্মে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে, যেখানে মাঝমাঠকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। সেই তালিকায় রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার নামও রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

২০২৪-২৫ মৌসুম সিটির জন্য হতাশাজনক কেটেছে। তাই জানুয়ারির দলবদলে ওমর মারমুশ, আবদুকোদির খুসানভ, ভিতর রেইস ও নিকো গনসালেজকে প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড খরচ করে দলে টেনেছে তারা। তবে মাঝমাঠের শক্তি বাড়াতে গ্রীষ্মকালীন দলবদলেই আরও বড় পরিকল্পনা রয়েছে গার্দিওলার।

জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, ম্যান সিটি ‘সক্রিয়ভাবে’ কামাভিঙ্গার ওপর নজর রাখছে। কামাভিঙ্গার এজেন্সি একই গ্রুপ, যারা জানুয়ারিতে মারমুশের সিটিতে আসার ব্যবস্থা করেছিল।

রিয়াল মাদ্রিদের হয়ে ১৭০-এর বেশি ম্যাচ খেলা সত্ত্বেও কামাভিঙ্গা কখনও নিয়মিত শুরুর একাদশের সদস্য হয়ে উঠতে পারেননি। তবে ক্লাবের গুরুত্বপূর্ণ স্কোয়াড খেলোয়াড় হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন, যার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে রিয়ালের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেন।

কামাভিঙ্গা নিজে এখনও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশেষ করে লুকা মদ্রিচের ভবিষ্যৎ এবং পরের মৌসুমে রিয়ালের কোচ কে থাকবেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

অন্যদিকে, সিটিও গ্রীষ্মের দলবদলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মিডফিল্ডারদের মধ্যে মাতেও কোভাচিচ, ইলকায় গুন্দোগান, বার্নার্দো সিলভা এবং এমনকি কেভিন ডি ব্রুইনেও ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাই কামাভিঙ্গার মতো প্রতিভাবান মিডফিল্ডারের দিকে নজর রেখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

banner close
banner close