রোনালদো নাজারিও। ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সে পরিকল্পনা থেকে সরে এলেন তিনি। তিনি জানিয়েছেন, আঞ্চলিক ফেডারেশনগুলোর সমর্থন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। তবে ব্রাজিলের ফুটবল নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, ‘আমি আগামী নির্বাচনে সিবিএফ প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে যে ব্রাজিলিয়ান ফুটবল ভালো হাতে রয়েছে, তাহলে আমার মতামত কোনো গুরুত্ব বহন করে না।’
শেষ কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল কঠিন সময় পার করছে। রোনালদো তাই নেতৃত্বে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী ছিলেন। এর আগে গুঞ্জন ছিল যে, তিনি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন।
তবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে রোনালদো বলেন, ‘আমি যখন ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তখন ২৩টি ফেডারেশন আমাকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যে বর্তমান প্রশাসন নিয়ে তারা সন্তুষ্ট এবং পুনর্নির্বাচনকেই সমর্থন করছে। আমি আমার প্রকল্প উপস্থাপন করতে পারিনি, আমার ধারণাগুলো তাদের জানাতে পারিনি, যেভাবে চেয়েছিলাম সেভাবে কথা বলারও সুযোগ পাইনি।’
‘ফেডারেশনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট রয়েছে, এবং এটা স্পষ্ট যে এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই। বেশিরভাগ রাজ্য নেতারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে সমর্থন করছেন, এটি তাদের অধিকার, এবং আমি সেটিকে সম্মান জানাই, যদিও আমার বিশ্বাস ভিন্ন।’
এদিকে, রোনালদোর অধীনে থাকা রিয়াল ভায়াদোলিদ ক্লাবও খুব ভালো নেই। লা লিগার নিচের সারিতে অবস্থান করছে দলটা এবং ইতোমধ্যে দুইজন কোচ বরখাস্ত করা হয়েছে। সমর্থকরা তাকে ক্লাব ছেড়ে দেওয়ার দাবি তুলেছে। রোনালদো নিশ্চিত করেছেন যে, তিনি ক্লাব বিক্রি করতে চান, তবে এখনও উপযুক্ত প্রস্তাব পাননি যা তার শর্ত পূরণ করতে পারে।
কে জানে তার ক্লাবের এমন দুরবস্থা তার সমর্থন না পাওয়ার পেছনে কাজ করেছে কি না!