বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল, শেষ আটে মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১০:৫৫

শেয়ার

তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল, শেষ আটে মায়ামি
দ্বিতীয় গোলের পর লিওনেল মেসির উদযাপন। ছবি : এএফপি

চোট শঙ্কায় টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে।

প্রথমবারের মতো জ্যামাইকায় খেলতে যাওয়ায় মেসিকে নিয়ে দেশটিতে উত্তেজনা ছিল তুঙ্গে। এমনকি মেসির কারণে ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে।

পরিবর্তিত এই মাঠের ধারণক্ষমতা ছিল প্রায় ৩৫ হাজার। আর মেসিকে একনজর ধেখতে কানান-কানায় ভর্তি ছিল গ্যালারি।

কিন্তু এত কিছুর পরও ম্যাচের শুরু থেকে ছিলেন না মেসি। তবে দর্শকদের হতাশ করেননি।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। আর তিন ম্যাচ পর মাঠে নেমে দারুণ এক গোলও করেছেন। আর দর্শকেরা ফিরেছেন মেসিকে গোল করতে দেখার আনন্দ নিয়ে।

প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

আর যোগ করা সময়ে  দ্বিতীয় গোলটি করেছেন মেসি। আর মেসির গোলের পর ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা। 

 
banner close
banner close