বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১০:৫৯

শেয়ার

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!
আইপিএল দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ব্রুক। ছবি : ক্রিকইনফো

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন হ্যারি ব্রুক। আনুষ্ঠানিকভাবে এখনো জানা না গেলেও, শোনা যাচ্ছে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ব্রুককে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন, ‘ইসিবি এবং হ্যারি ব্রুককে দুই বছরের নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই। গত বছরের নিলামের পরেই টুর্নামেন্টের নীতি অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের তৈরি এই নীতি সব ক্রিকেটারকে মানতে হবে।’

আইপিএলের নতুন নিয়মে বলা হয়েছে, ‘যেকোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করে এবং নির্বাচন করার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরে নেন, তাকে টুর্নামেন্ট এবং নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এর আগের আসরেও নাম সরিয়ে নেন ব্রুক।

সেবার ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লিই।

 

 
banner close
banner close