বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

হামজাকে নিয়ে মাশরাফির মন্তব্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ১২:৪৭

শেয়ার

হামজাকে নিয়ে মাশরাফির মন্তব্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের।

হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। যা ছুঁয়ে গেছে খোদ হামজাকেও। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। এবার বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেনো আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল। আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেনো দিনগুলোই ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

banner close
banner close