
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। ৬ ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করেছেন ১১২.৩৪ স্ট্রাইক রেটে। খেলেছেন ১২৫ বলে ১৭৬ রানের ক্যারিয়ারসেরা এক ইনিংস। সম মিলিয়ে দারুণ সময় পার করতে থাকা এই বাঁহাতি ব্যাটার ভিন্ন এক লক্ষ্য পূরণ করতে চান চলতি মৌসুমে।
নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাঈম নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন ১০০ চার ও ৫০ ছক্কা হাঁকানোর। নাঈম লিখেছেন, ‘আমি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ১০০টি চার ও ৫০টি ছক্কা হাঁকাতে চাই। আমার চ্যালেঞ্জ আমার নিজের সঙ্গে। আমি কি করতে পারব? আপনি কী মনে করেন?’
নিজের লক্ষ্য পূরণের জন্য এখনো অনেকগুলো ম্যাচ পাবেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার।
এরই মধ্যে ৩৪টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন নাঈম। নিজের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে পারলে জাতীয় দলের বন্ধ দরজাটা হয়তো আবারও খুলে যেতে পারে এই ওপেনারের।
গত নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন, এরপর ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হন সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক।
আরও পড়ুন: