বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

রোযা রেখে ডাচদের বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১৩:১৩

শেয়ার

রোযা রেখে ডাচদের বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

কদিন আগেই মাঠে নেমেছিলেন রোজা নিয়ে। আর সেদিন লামিনে ইয়ামালের পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। রোজা নিয়েই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেয়েছিলেন গোল এবং অ্যাসিস্টের দেখা। রমজান মাসে আরও একবার তেমন অবস্থাতেই মাঠে নামছেন ইয়ামাল। এবারে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর তার গায়ে থাকবে স্পেনের জার্সি।

লা রোহাদের জার্সিতে কোনো ফুটবলারের রোজা রেখে মাঠে নামার ঘটনা আগে দেখা ছিল না। ইয়ামালকেই প্রথম দেখা যাবে এমন রোজা নিয়ে মাঠে নামতে। উয়েফা নেশন্স লিগের সূচিতে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচের দুই সূচিতে রোজা নিয়েই খেলবেন ইয়ামাল। প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার স্পেনের মাঠে।

রমজান মাসের রোজা নিয়েই ফুটবল খেলা প্রসঙ্গে অনেক দেশেই আছে কড়াকড়ি। তবে ইয়ামালের ব্যাপারে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। বুধবার রটারডামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে যে নীতিমালা, নিয়মকানুন অনুসরণ করছে, এখানেই তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো কোচ দে লা ফুয়েন্তে আরও বলেছেন, ‘সব ধর্মের প্রতিই তাঁদের শ্রদ্ধা রয়েছে, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

রোজা রেখে কোনো স্প্যানিশ খেলোয়াড়ের ম্যাচ খেলতে নামার বিষয়টিকে ‘মাইলফলক’ বলে উল্লেখ করছে দেশটির সংবাদমাধ্যম। এমনকি দলের অনুশীলন সেশনেও নাকি লামিনে ইয়ামালকে রোজার বিধান পালন করতে দেখা গেছে।

 

 

banner close
banner close