বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

আর্জেন্টিনা শিবিরে ফের ধাক্কা, মেসির পর ছিটকে গেলেন আরেক তারকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১৬:১১

শেয়ার

আর্জেন্টিনা শিবিরে ফের ধাক্কা, মেসির পর ছিটকে গেলেন আরেক তারকা
ছবি : সংগৃহীত

হাতে নেই বেশি সময়। উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচকে ঘিরে চলছে আর্জেন্টিনার প্রস্তুতি। কিন্তু চোটের কারণে দলটি পাচ্ছে না তাদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে কেবল মেসিই না, ছিটকে গেছেন এবার লাউতারো মার্তিনেজও।

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দুই ম্যাচেই অনিশ্চিত মেসি। আর চোটের কারণে উরুগুয়ের ম্যাচে অনিশ্চিত মার্তিনেজকে নিয়ে আর্জেন্টিনার আশা ব্রাজিল ম্যাচে পাওয়ার। তবে এতে করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শক্তি কিছুটা কমে গেল দলটির। 

আক্রমণভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লাউতারো মার্তিনেজ। তার গোলেই টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। 

ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফেনুইর্দের বিপক্ষে ম্যাচসেরা হন লাউতারো মার্তিনেজ। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি চলে গেছেন মাঠের বাইরে। তবে সে ম্যাচটি তার দল জিতেছিল ৪-১ ব্যবধানে। 

গতকাল দলের সঙ্গে অনুশীলন করলেও মাংসপেশির চোটে অস্বস্তিতে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। মেসি-দিবালার পর মার্তিনেজের ছিটকে যাওয়া আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। উরুগুয়ের বিপক্ষে ছিটকে গেলেও সম্ভাবনা রয়েছে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার।

এদিকে মার্তিনেজ না থাকলে তার জায়গায় কাকে খেলানো হবে সেটা নিয়েও ভাবতে হচ্ছে স্কালোনিকে। এক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে ভাবা হচ্ছে। জুভেন্তাসের এই তারকাকেই বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

banner close
banner close