বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

বার্সেলোনায় ফিরতে পারেন মেসি: পরিকল্পনা করছে ক্লাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ০৯:১৯

শেয়ার

বার্সেলোনায় ফিরতে পারেন মেসি: পরিকল্পনা করছে ক্লাব
লিওনেল মেসি। ফাইল ছবি

বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের জন্য বার্সা তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে।

২০২১ সালের গ্রীষ্মে দুই দশকেরও বেশি সময় ক্যাম্প ন্যুতে কাটানোর পর আর্থিক সমস্যার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। এরপর তিনি পিএসজিতে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। 

তবে এবার প্রথমবারের মতো শোনা যাচ্ছে, বার্সেলোনায় তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে, কাতালান ক্লাবটি ‘ধীরে ধীরে’ একটি চুক্তির পরিকল্পনা করছে, যেখানে থাকবে ‘অনেক শর্ত’। 

বার্সেলোনা ২০২৬ সালের গ্রীষ্মকেই উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করেছে, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরপরই। তখন মেসির বয়স হবে ৩৯ বছর। 

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যাওয়ার আগে মেসি নিজেও বার্সেলোনায় ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ক্লাবের আর্থিক পরিস্থিতি জটিল থাকায় সেটি সম্ভব হয়নি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি শুনেছিলাম যে বার্সাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা বেতন কমাতে হবে, যা আমি চাইনি।’

বার্সার আর্থিক অবস্থা এখনো খুব একটা ভালো নয়। কয়েক মাস আগেও দলবদলের জন্য স্প্যানিশ সরকারের কাছে বিশেষ অনুরোধ করেছিল ক্লাবটি।

এদিকে মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে থাকছে। তবে ক্লাবের সহ-মালিক জর্জ মাস আত্মবিশ্বাসী যে মেসি তাদের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, ‘২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় এবং ২০২৬ সালের এমএলএস মৌসুম শুরুর সময়ে আমি লিও মেসিকে আমাদের ১০ নম্বর জার্সিতে দেখতে চাই।’

banner close
banner close