বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

নিষেধাজ্ঞা-জরিমানাসহ বড় শাস্তি পেলেন ম্যাথিউস কুনহা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১০:০৩

শেয়ার

নিষেধাজ্ঞা-জরিমানাসহ বড় শাস্তি পেলেন ম্যাথিউস কুনহা
ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে ফর্মের সুবাদে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলমান উইন্ডোতে ডাক পেয়েছিলেন ম্যাথিউস কুনহা। যদিও আন্তর্জাতিক বিরতিতে আসার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ড।

তবে সেখানেই শেষ নয়, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তার শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কুনহাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার পাউন্ড।

এক বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘ম্যাথিউস কুনহা ১৩ এপ্রিল রোববার পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকবেন।’ এর ভেতর তার দল উলভারের তিনটি ম্যাচ রয়েছে। এর আগে ১ মার্চ এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন ও বোর্নমাউথ। ম্যাচটিতে এক গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে প্রতিপক্ষে সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন।

এর আগে অবশ্য কুনহাকে প্রাথমিকভাবেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে তিনি প্রতিপক্ষ ফুটবলার মিলোস কার্কেজের সঙ্গেই কেবল বিবাদে জড়াননি, তিনি তর্ক করেছেন ম্যাচ রেফারি, সতীর্থ এবং কোচিং স্টাফদের সঙ্গেও। শেষমেষ তার দলও সেই ম্যাচটিতে হেরে যায়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলায় ম্যাচটি ছিল ১-১ সমতায়, পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারে উলভার।

এ নিয়ে চলতি মৌসুমে দুই বার নিষেধাজ্ঞা পেলেন কুনহা। এর আগে ডিসেম্বরে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপচউইচ টাউনের বিপক্ষে খেলায় প্রতিপক্ষের সঙ্গে লড়াই ও বিবাদের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। বর্তমানে প্রিমিয়ার লিগে তার দল উলভার ১৭ নম্বরে রয়েছে। শঙ্কা আছে রেলেগেশনে নেমে যাওয়ার। আর এক ধাপ অবনতি হলেই তারা পরবর্তী মৌসুমে ইপিএলে খেলতে পারবে না।

 

 

 

 

banner close
banner close