বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১৭:২৯

শেয়ার

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব, সমালোচনার ঝড়
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমার্থক শব্দ। দেশের ক্রিকেটের বাইরে থাকা এই তারকা অলরাউন্ডার এবার ফের জুয়ার বিজ্ঞাপনে নাম লিখিয়েছেন।

সাকিব জুয়াড়ির কাছ থেকে পাওয়া ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে একবার নিষিদ্ধও হয়েছিলেন। আর একবার বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন।

এবার রমজানের মধ্যেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন সাকিব। গতকাল শনিবার বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘১এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করতে সাকিবের এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু রোজার মধ্যে ইফতারের ঠিক আগে এমন বিজ্ঞাপন প্রকাশের পর ব্যাপক সমালোচনা হচ্ছে সাকিবের। তবে সাকিব নিজে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, যাতে কেউ সমালোচনা বা কটাক্ষ না করতে পারে।

সাকিব এখন যার বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় নন। তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে। ফলে এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই তার। যদিও বাংলাদেশের আইনে জুয়ার বিজ্ঞাপন বা প্রচার নিষিদ্ধ। কিন্তু এদেশের বহু মানুষ অনলাইনে জুয়ার খেলেন, যেটি প্রায় প্রকাশ্যই বলা যায়। তাদেরকে লক্ষ্য করেই হয়তো এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

banner close
banner close