
প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবরে স্থগিত হয়ে গেছে আগে থেকেই নির্ধারিত বিসিবির ২৯ তম বোর্ড সভা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
সোমবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় সভা শুরু হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ার পর বোর্ড পরিচালকরা হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, পরিবারের সদস্যরাও এরই মধ্যে হাসপাতালে পথে রওনা দিয়েছেন।
মোহামেডানের হয়ে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে হাজির হয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময়ে টসও করেছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারকা এই ক্রিকেটার।
আরও পড়ুন: