বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১৪:১০

শেয়ার

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা  
কোলাজ: বাংলা এডিশন

বিকেএসপিতে খেলা চলাকালীন সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।’

তিনি বলেন, ‘বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।’

তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন নিজাম উদ্দিন।  

 

banner close
banner close