বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

তামিমের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যে তথ্য দিলেন বিসিবির চিকিৎসক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

তামিমের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যে তথ্য দিলেন বিসিবির চিকিৎসক
ছবি: সংগৃহীত

বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্টে রিং পরানোর পাশাপাশি তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সবশেষ অবস্থা অনুযায়ী তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আইসিইউ থেকে তামিমকে স্থানান্তর করা হয়েছে সিসিইউতে। তার সার্বিক অবস্থার বিস্তারিত ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এখনো পর্যন্ত তামিমের শারিরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যদিও কতৃপক্ষ ২৪ ঘন্টা অবজারভেশনে রাখেন সেটাই স্বাভাবিক নিয়ম। হাসপাতাল কতৃপক্ষ যথেষ্ট আন্তরিক।’

‘আমরা খুবই আশাবাদী যে একদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি দেখতে পাবো'-যোগ করেন তিনি।

এর আগে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজীব জানান, ‘তামিম ভাই আজ (সোমবার) সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিন্তা করেছিলাম, তাকে ঢাকায় স্থানান্তর করা যেতে পারে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেটি সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তার কন্ডিশন আরও ক্রিটিক্যাল হয়ে যায়, তখনই প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘তামিমের একটি হার্ট অ্যাটাক হয়েছে। তাই দ্রুত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিং খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন ব্লকটি পুরোপুরি চলে গেছে। তবে তামিম এখনও ক্রিটিক্যাল পর্যায়ে আছেন, তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’

 

banner close
banner close