.jpg)
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা দেওয়ান চৌধুরী। ভালো খেলেও জয় দিয়ে রাঙাতে পারেননি উপলক্ষ। ম্যাচ শেষ হয়েছে ০-০ স্কোরলাইন নিয়ে।
ম্যাচের শুরুতেই কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারলে আজেকের গল্পটা ভিন্ন হতে পারতো। ২০ বছরের বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয় খরা কাটাতে পারতো বাংলাদেশ।
হামজা চৌধুরির অভিষেক জয়ে রাঙা হতে পারতো।
বাংলাদেশ ব্যর্থ হয়েছে আক্রমণে। গোলের খেলা ফুটবলে পার্থক্য গড়ে দেয় গোলই। চেষ্টার কমতি অবশ্য রাখেনি লাল-সবুজের প্রতিনিধিরা। কখনও নিজেদের ভুলে, কখনও ভারতের রক্ষণণভাগের দৃঢ়তায় গোলবঞ্চিত হয়েছে বাংলাদেশ। ৮৮ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম শেষ চেষ্টাটা করেছিলেন। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ডিফেন্সকে পরাস্ত করলেও, ভারত গোলরক্ষক বিশাল কাইথ বাম দিকে ঝাঁপিয়ে বাঁচান দলকে। পুরো ম্যাচে ভুল করা বিশালের এই সেইভ বাঁচিয়ে দেয় স্বাগতিক ভারতকে।
আরও পড়ুন: