বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ব্রাজিলের বিশাল হারে দরিভালের চাকরি নিয়ে অনিশ্চয়তা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১৭:০১

শেয়ার

ব্রাজিলের বিশাল হারে দরিভালের চাকরি নিয়ে অনিশ্চয়তা!
দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয়ের পর প্রবল চাপের মুখে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অন্দরমহলে এখন উত্তপ্ত আলোচনা চলছে, যেখানে দরিভালের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সন্দেহ সৃষ্টি হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ওগ্লোবোর সূত্রমতে, দরিভালের জায়গায় রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তিকে আনার কথা ভাবছেন সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ। আগেও আনচেলোত্তির নাম শোনা গিয়েছিল, তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর এই আলোচনা আরও তীব্র হয়েছে।

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর থেকেই দরিভালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সাবেক ব্রাজিলিয়ান তারকা দেনিলসন তো সরাসরিই বললেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে এই পরাজয় আমাদের জন্য লজ্জাজনক!’

তবে দরিভাল এখনই দায়িত্ব ছাড়তে রাজি নন। তিনি বলেন, ‘পরিস্থিতি কঠিন, চাপ অনেক বেশি। কিন্তু আমি হাল ছাড়ছি না। এটা সত্যিই ব্যাখ্যা করা কঠিন ম্যাচ ছিল। আমরা কোনোভাবেই পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আর্জেন্টিনা পুরোপুরি আমাদের চেয়ে ভালো খেলেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা একটা কঠিন পরাজয়, আমি তা মেনে নিচ্ছি। কিন্তু আমার দলের উন্নতিতে আমি বিশ্বাসী। ফুটবলে আমার দীর্ঘ ক্যারিয়ারে এটিই সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি, তবে আমি কখনোই হার মানিনি!’

এই মুহূর্তে দরিভালের ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। সিবিএফ কি নতুন কোচের দিকে এগোবে, নাকি দোরিভালকেই আরও সুযোগ দেবে? আনচেলোত্তি কি সত্যিই ব্রাজিল দলে আসছেন? সব প্রশ্নের উত্তর দেবে সময়!

banner close
banner close