
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই সার্বিক নিরাপত্তার জন্য একজন বডিগার্ড পান এই আর্জেন্টাইন সুপারস্টার। ইয়াসিন চুকো নামের এই বডিগার্ড সার্বক্ষণিক মেসিকে নিরাপত্তা দিয়ে থাকেন।
মাঠ ও মাঠের বাইরে মেসির ছায়া হয়ে থাকেন ইয়াসিন। এবার মেসির হয়ে যুক্তরাষ্ট্রের লোগান পলের বিরুদ্ধে বক্সিংয়ে লড়ার ঘোষণা দিয়েছেন বডিগার্ড ইয়াসিন।
ঘটনার সূত্রপাত পানীয়কে কেন্দ্র করে। লোগান পল তার ব্যবসায়িক অংশীদার কেএসআইয়ের সঙ্গে ২০২২ সালে ‘প্রাইম’ নামে একটি পানীয় বাজারজাত শুরু করেন। এরপর গত বছর জুনে মেসি ‘মাস+’ নামে একটি পানীয় ব্র্যান্ড বাজারে নিয়ে আসেন। কিন্তু সমস্যা বাধে দুটি পানীয়র প্যাকেজিং ও ডিজাইন কাছাকাছি হওয়ায়। যে কারণে পানীয় কিনতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় ক্রেতাকে।
এই অবস্থায় প্রাইমের বিরুদ্ধে মামলা করে মেসির আইনজীবীরা। বিপরীতে মেসির বিরুদ্ধে ব্র্যান্ডের অনুকরণের পাল্টা মামলা করে লোগানের আইনজীবীরা। এটা নিয়ে আলোচনার এক পর্যায়ে গত মাসে টিকটকে এক ভিডিওতে মেসিকে বক্সিংয়ের রিংয়ে লড়াই করার আহ্বান জানান লোগান। সেই সঙ্গে জানান এটি করলেই তিনি আদালত থেকে মামলা তুলে নেবেন।
মেসি তার সেই চ্যালেঞ্জের জবাব না দিলেও জবাব দিয়েছেন তার বডিগার্ড চুকো। লোগানকে নিয়ে চুকো বলছেন, ‘লোকটি কে, লিও তা জানে না। সে যদি সত্যিই লড়াই করতে চায়, তবে আমার সঙ্গে লড়তে পারে।’
এরপর লোগানকে নিয়ে পোস্ট করা এক ভিডিওতে চুকো বলেন, ‘শোনো লোগান, এই ভিডিও করেছি কারণ, রাস্তায় ও ইনস্টাগ্রামে অনেকের অনেক বার্তা ও মন্তব্য পেয়েছি এই লড়াই নিয়ে। আসো মানুষের জন্য এই লড়াই করি। চলো এটা করি।’
লোগান এ ভিডিওতেই মন্তব্য করেন, ‘আমার ভাই অন্য কিছু ভেবেছিল।’ মেসির বডিগার্ড উত্তর দেন, ‘কেন? ভয় পাচ্ছ? বড় বড় কথা বলে পিছু হটছ?’
চুকোর এমন মন্তব্যের পর লোগান লড়াইয়ের জন্য রাজি হন। তবে একটি শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাকে (চুকো) আচরণ ঠিক করতে বলো। এমএমএতে খেলা কেউ ভাবছে, সে বক্সিং করতে পারে। সে ভাবছে, মেসির বডিগার্ড বলেই সে জিততে পারে এবং লোকজনের মনোযোগ কাড়তে পারে।’
লোগান এরপর বলেন, ‘আমি এখন পুয়ের্তো রিকোয় আছি। পুয়ের্তো রিকোয় আমাকে থামাতে চাইলে তোমাকে স্বাগতম। কিন্তু যখন আমি তোমাকে হারাব, তারপর তোমাকে প্রাইম পান করতে হবে।’
লোগান আরও বলেন, ‘মেসির জন্য আমার সত্যিই খারাপ লাগছে। কারণ, সে মামলায় হেরে যাবে। হয়তো বডিগার্ডকেও হারাবে। কারণ, একজন ইউটিউবারের কাছে হেরে গেলে তাকে রাখার কী দরকার। বিশ্বকাপ বাদে সে সবকিছুই হারাচ্ছে।’
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকো আমেরিকান। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট ইয়াসিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল—আফগানিস্তান ও ইরাকে কাজ করেছেন। তায়কোয়ান্দো ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ ইয়াসিন।
আরও পড়ুন: