বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে
ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপে। এই পর্তুগিজ তারকাকে দেখেই ফুটবলের সঙ্গে প্রেম হয় তার। ফুটবলে যাকে নিজের নায়ক মানেন এমবাপে এবার তারই রেকর্ড ছুঁয়েছেন তিনি। রোনালদোর রেকর্ড ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান বলছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

শনিবার লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করেন এমবাপে। এই দুই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হয়ে গেল ৩৩টি।

রিয়ালের হয়ে অভিষেক মৌসুমেই সবচেয়ে বেশি গোলের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেলেন এমবাপে। ফরাসি তারকা স্পর্শ করলেন তার আদর্শ রোনালদোকে।

ম্যাচের পর এমবাপে বলেন, ‘এটা খুবই স্পেশাল। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হলো দলের জন্য করা কাজগুলি। তবে ক্রিশ্চিয়ানোর সমান গোল করতে পারা সবসময়ই দারুণ।’

ব্যক্তিগত অর্জনের চেয়ে এমবাপের কাছে দলীয় প্রাপ্তিই বড়। তিনি বলেন, ‘আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।’

 

banner close
banner close