
বাংলাদেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা নিজেদের মতো করে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগেই অভিষেক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। বর্তমানে তিনি অবস্থান করছেন ইংল্যান্ডে। নিজের মতো করে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। দুইজনই দেশের ফুটবল-ভক্তসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিওতে ঈদের ছুটিটা যেনো ভালো কাটে এবং সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করে বার্তা দিয়েছেন জাতীয় দলের দুই তারকা ফুটবলার।
বাফুফের ভিডিওতে হামজা চৌধুরি বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’
শুভেচ্ছায় অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’
আরও পড়ুন: