শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বন্ধু ক্রিকেট উৎসবের পুরস্কার বিতরণী 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৫ ১৯:৩২

শেয়ার

ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বন্ধু ক্রিকেট উৎসবের পুরস্কার বিতরণী 
ন্ধু ক্রিকেট উৎসবের পুরস্কার বিতরণী। বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের আয়োজনে বন্ধু ক্রিকেট উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের আয়োজনে বন্ধু ক্রিকেট উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্ণামেন্টের সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।

ইব্রাহিমপুর বন্ধু ক্রিকেট উৎসবের আহ্বায়ক ফারুক ওয়াদুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া।

জেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.  শফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু ও ইব্রাহিমপুর বন্ধু ক্রিকেট উৎসবের সদস্য সচিব রেজাউল করিম ওমরসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 উল্লেখ্য, বন্ধু ক্রিকেট উৎসবে এসএসসির মোট ৩২টি ব্যাচ অংশগ্রহণ করে।

 

banner close
banner close