
নিউজিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানদের ছিল ‘মান বাঁচানোর লড়াই।’ সেই লড়াইয়ে আজ বারবার মুখ ধুবড়ে পড়েছে পাকিস্তান। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে—এ যেন পুরো সিরিজের প্রতিচ্ছবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ অবধি ধবল ধোলাই হয়ে থেমেছে পাকিস্তান।
তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ৪৪ ওভারে পাকিস্তান থামে কিউইদের থেকে ৭৩ রান পেছনে এবং দ্বিতীয়টিতে ৪১ ওভারে গুটিয়ে হেরেছে ৮৪ রানে। আজও এসেছে বড় হার। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০। এরআগে, এই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
আকিব জাভেদের তোপ দাগার দিনে আজ দুটি ফিফটি পেয়েছে কিউইরা। ওপেনার রয়স মারিউ খেলেছেন ৫৮ রানের ইনিংস। অধিনায়ক মিচেল ব্রাসওয়েলের ব্যাটে আসে ৫৯ রান। মিচেলের ৪৩, হেনরি নিকোলসের ২৬ রানে ৮ উইকেট হারালেও ২৬৪ রান আনে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে পাকিস্তান দাপট দেখালেও খেই হারায় মাঝের দিকে।
আরও পড়ুন: