বৃহস্পতিবার

১০ এপ্রিল, ২০২৫
২৬ চৈত্র, ১৪৩১
১২ শাওয়াল, ১৪৪৬

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ১৬:০৪

শেয়ার

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব: যুব ও ক্রীড়া উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। নানা সীমাবদ্ধতায় সেটা বাস্তবায়ন হয় না। এবারে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়টি জানিয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে এটি নিয়ে কাজ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যার বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’

বাংলাদেশের খেলাধূলার জন্য একমাত্র প্রতিষ্ঠান বিকেএসপি। সেই বিকেএসপি কাঙ্খিত মাত্রায় আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উপহার দিতে পারছে না। এজন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পোর্টস ইন্সটিটিউট করার পরিকল্পনা করছিলেন। এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি প্রতিবেদনও দিয়েছে। স্পোর্টস ইন্সটিটিউটও কী এই অর্থায়ানে থাকবে না আলাদা সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

banner close
banner close