বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ০৯:২৮

শেয়ার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম
ছবি: সংগৃহীত

হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হতে পারে তামিম ইকবালকে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, ‘বর্তমানে সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’

শেষ পর্যন্ত সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি।

banner close
banner close