শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

মরক্কোয় ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ২০:৩০

শেয়ার

মরক্কোয় ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলে আগুন
মারাকেশের প্রাণকেন্দ্রে অবস্থিত রোনালদোর হোটেল পেস্তানা সিআর সেভেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

মরক্কোর মারাকেশে ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলের একটি কক্ষে আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজ।

হোটেলের খালি থাকা একটি কক্ষে আগুনের সূত্রপাত। এরপর সিভিল প্রোটেকশন টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে দেয়।

তাদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে হোটেলের কর্মচারী বা অতিথিদের কেউ আহত হননি।

হোটেল গ্রুপের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ছোটখাটো ছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অতিথিদের সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি এবং সকল নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করা হয়, যা অতিথি ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটতে পারে।

তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার পরও হোটেলটি দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরে পায়। অতিথিদের সুবিধা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি।

২০১৯ সালে উদ্বোধন হওয়া ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেলটি মরক্কোর মারাকেশের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিলাসবহুল হোটেল।

এটি পেস্টানা হোটেল গ্রুপের অংশ, যার সাথে পার্টনারশিপে রয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হোটেলটির নকশায় আধুনিকতা ও মরক্কোর সংস্কৃতির মেলবন্ধন দেখা যায়। এখানে রয়েছে প্রশস্ত কক্ষ, রুফটপ টেরেস, ফিটনেস সেন্টার এবং সুইমিং পুলের মতো সুবিধা।

 
banner close
banner close