রবিবার

১৩ এপ্রিল, ২০২৫
৩০ চৈত্র, ১৪৩১
১৫ শাওয়াল, ১৪৪৬

মেসি-জাদুতে ঐতিহাসিক জয়, সেমিতে মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১৭:১৫

আপডেট: ১০ এপ্রিল, ২০২৫ ২২:১৩

শেয়ার

মেসি-জাদুতে ঐতিহাসিক জয়, সেমিতে মায়ামি
জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তোলেন লিওনেল মেসি। ছবি : মায়ামি ফেসবুক পেজ

লিওনেল মেসির জাদু এখনো শেষ হয়নি। তার কিংবদন্তি ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি মাঠে জাদুকরী ও মহাকাব্যিক মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন। 

বুধবার রাতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি এবার ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ জিতে সেমিফাইনালের টিকিট কাটে।

প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকা মায়ামির জন্য ঘরের মাঠে জয় ছিল অপরিহার্য। কিন্তু দ্বিতীয় লেগের ৯ মিনিটে আরেকটি গোল খেয়ে বসলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে মেসিরা। পিছিয়ে পড়া মায়ামির হয়ে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন মেসি।  ৬১ মিনিটেনোয়াহ অ্যালেনের গোলে সমতায় ফেরে মায়ামি।

দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও অ্যাওয়ে গোলের নিয়মের কারণে তখনো কার্যত এগিয়ে ছিল এলএএফসি। এমন সময়েপরে ৬৭তম মিনিটে লুইস সুয়ারেজের হেডে গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৮২তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। মেসি ঠান্ডা মাথায় গোলটি করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়।

আর তাতেই প্রথমবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে খেলবে ইন্টার মায়ামি।

ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এই দলের প্রাণ। ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই খেলোয়াড় এখনও প্রতিটি ম্যাচে নতুন রেকর্ড গড়ে চলেছেন। আজ তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা।’

এই জয়ে মেসি ও তার দল এখন আরেকটি ট্রফির থেকে মাত্র তিন ম্যাচ দূরে।

সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুভার হোয়াইটক্যাপস বা মেক্সিকোর পুমাসের। 

 

 

 

banner close
banner close