রবিবার

১৩ এপ্রিল, ২০২৫
৩০ চৈত্র, ১৪৩১
১৫ শাওয়াল, ১৪৪৬

রোনালদো নতুন স্বপ্ন বুনে দিলেন সৌদি ফরোয়ার্ডের মনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১৬:১৩

আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ ১৬:১৭

শেয়ার

রোনালদো নতুন স্বপ্ন বুনে দিলেন সৌদি ফরোয়ার্ডের মনে
ছবি: সংগৃহীত

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছোঁয়ায় নতুন এক স্বপ্ন দেখছেন সৌদি আরবের তরুণ ফরোয়ার্ড সাদ হাকাওয়ি। আল নাসরে রোনালদোর সঙ্গে প্রতিদিনের অনুশীলনে নিজেকে তৈরি করছেন তিনি ২০২৫ সালের চিলি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য।

১৯ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার সৌদি আরবের উদীয়মান এক প্রজন্মের প্রতিনিধি, যারা এবার বিশ্বমঞ্চে নিজেদের জানান দেওয়ার জন্য মুখিয়ে আছে।  

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে রানার্স-আপ হওয়ায় হাকাওয়ির দল বিশ্বকাপের টিকিট পায়। এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন হাকাওয়ি নিজেই। তবে এই বিশ্বকাপ শুধু শুরু। তার বড় লক্ষ্য ২০৩৪ সালের সিনিয়র বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা, যেটি সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাওয়ি বলেন, ‘আমার স্বপ্ন পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। আমি সেই দলের অংশ হতে চাই, যারা ২০৩৪ বিশ্বকাপে খেলবে।’  

রোনালদোর সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে হাকাওয়ি বলেন, ‘এটা অবিশ্বাস্য, এমন একজনের সঙ্গে খেলতে পারা যার ক্যারিয়ার অতুলনীয়। আপনি এমন একজনের সঙ্গে খেলছেন, যার পাশে বসার সুযোগও অনেকের কাছে স্বপ্ন। এটা দারুণ এক অভিজ্ঞতা।’  

চলতি বছরের শুরুতে এক ম্যাচে হাকাওয়ি রোনালদোর জন্য অ্যাসিস্ট করেন। সে মুহূর্তে গোল করতে পারতেন হাকাওয়ি নিজেও, কিন্তু তিনি বল পাস করে রোনালদোকেই গোল করতে দেন।  

তিনি বলেন, ‘আমরা সবাই চাই, উনি যেন এক হাজার গোল করতে পারেন। আমি নিজেও সুযোগ পেয়েছিলাম গোল করার, কিন্তু সিদ্ধান্তটা ছিল নিরাপদভাবে পাস করা। কারণ, তখন ওনার ওই গোলটা আমার চেয়ে বেশি দরকার ছিল।’  

সাদ হাকাওয়ির চোখে রোনালদো শুধুই একজন খেলোয়াড় নন, বরং তিনি একজন জীবন্ত উদাহরণ — কীভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়। এই পথেই হাকাওয়ি নিজেকে গড়ে তুলতে চান, নিজস্ব এক ইতিহাস লিখতে চান।

banner close
banner close