
২০২৫ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত।দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান শেখ মানসুর বিন মোহাম্মদ এই যোগ্যতা অর্জনের জন্য অনূর্ধ্ব-১৭ দলটিকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে মানসুর বিন মোহাম্মদ বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য অভিনন্দন জানাই। এই সাফল্যের জন্য আমরা দলের কারিগরি এবং প্রশাসনিক কর্মকর্তাদেরও অভিনন্দন জানাই।
‘প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের জন্য’ তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানকে।
শেখ মানসুর আরো বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৭ দল এবং আমাদের জাতীয় দলের সাফল্য কামনা করি। আশা করি, তারা যেন আন্তর্জাতিক ও মহাদেশীয় পর্যায়ে সম্মানজনক প্রতিনিধিত্ব করতে পারে।’ফিফা গত বছর ঘোষণা দিয়েছিল, ২০২৫ সাল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর না হয়ে এখন থেকে প্রতি বছর আয়োজিত হবে।
এছাড়াও, সিনিয়র বিশ্বকাপের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও দল সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ২৪টি দল খেলত, এখন থেকে ৪৮টি দল অংশ নেবে। নারী দলের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪ করা হয়েছে।
আরও পড়ুন: