বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

টিম হায়দ্রাবাদের হোটেলে আগুন, ২ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ২১:৫৬

শেয়ার

টিম হায়দ্রাবাদের হোটেলে আগুন, ২ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ যে হোটেলে রয়েছে, সেই হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। তবে খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন।

সোমবার সকালে বানজারা হিলসের ওই হোটেলটিতে আগুন লাগে। দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এলাকাতেও আগুন লাগে।

বানজারা হিলসের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ইলেকট্রিকের তার থেকে কোনো ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।

হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও কেউ আহত হননি।

হায়দ্রাবাদের ক্রিকেটাররা ছয় তলার বিভিন্ন রুমে ছিলেন। আগুন লাগার পরপরই তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। হোটেলে বাকি যারা ছিলেন তারাও অনেকে বের হয়ে যান। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।

 

banner close
banner close