শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ১৮:৫৭

শেয়ার

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
এমবাপ্পের লাল কার্ড দেখার মুহূর্তটি। ছবি : সংগৃহীত

শাস্তির সংবাদ শুনলেও তাতে স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য শুধু এমবাপ্পে নন, স্বস্তির খবর রিয়াল মাদ্রিদের জন্যও। কেননা মারাত্মক ফাউলটি করার শাস্তি হিসেবে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার একটা শঙ্কা ছিল। সেই শাস্তি গতকাল ১ ম্যাচের হয়েছে।

এতে লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচে স্কোয়াডের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। লস ব্ল্যাঙ্কোসদের পরে ম্যাচ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। গতকাল রাতে শাস্তির কথা নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ কঠিন চ্যালেঞ্জে খেলতে নামার আগে নিশ্চয়ই এই সংবাদ স্বস্তির।

গত রবিবার আলভাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বাজে ফাউলটা করেন এমবাপ্পে। ম্যাচের ৩৮ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যান্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে ভয়ংকরভাবে ট্যাকল করেন ফ্রান্সের ফরোয়ার্ড। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

ফাউলটা যে বিপজ্জনক ছিল তা দ্বিধাহীনভাবে মেনে নিয়েছিলেন রিয়ালের ডাগআউটে দাঁড়ান সেদিনের প্রধান কোচ দাভিদ আনচেলত্তি।

কার্ড নিষেধাজ্ঞার কারণে সেদিন ডাগআউটে থাকতে পারেননি কার্লো আনচেলত্তির। পরিবর্তে দায়িত্ব পালন করেছেন রিয়ালের সহকারী ও তার ছেলে দাভিদ। এমন ফাউল করার পর এমবাপ্পে ক্ষমা চেয়েছেন বলেও রিয়ালের সহকারী কোচ জানিয়েছিলেন।

ক্ষমা করে দিয়েছেন ব্ল্যাঙ্কোও। আলাভেসের মিডফিল্ডার বলেছেন, ‘সত্যি বলতে ফাউলটা মারত্মক ছিল।তবে ফুটবলে এমনটা ঘটে। গুরুত্বপূর্ণ হয়েছে বুঝতে পেরে কিলিয়ান ক্ষমা চেয়েছে। এটা নিয়ে আর বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

 

 
banner close
banner close