রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

টাইগ্রেস মেয়েরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করবে: বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১০:০৯

শেয়ার

টাইগ্রেস মেয়েরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করবে: বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। কিন্তু আদতে লড়াইটা ছিল ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশ নারী দলের। সেই লড়াইয়ে জয় হয়েছে বাংলাদেশের। ১ বলের সমীকরণ মেলাতে না পারায় ক্যারিবীয়রা সেই দৌড় থেকে ছিটকে গেছে।

বাছাইপর্ব থেকে পাকিস্তানের পর বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এভাবে সামনেও টাইগ্রেস মেয়েরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির।

নারী জাতীয় দলের বিশ্বকাপ নিশ্চিতের পর বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে।’

বাছাইপর্বের মতো বিশ্বকাপের মূলপর্বেও মেয়েদের প্রতিভা ও সম্ভাবনায় আস্থা রাখার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবো। আমরা আপনাদের প্রতিভা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রাখি এবং আশা করি আপনারা বিশ্ব মঞ্চে জাতিকে গর্বিত করবেন।’

শনিবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ জিতলে জ্যোতিদের আর কোনো সমীকরণের মুখে পড়তে হতো না। কিন্তু ৭ ‍উইকেটের বড় হারের পর তাদের তাকিয়ে থাকতে হয় উইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। যেখানে ক্যারিবীয়দের কেবল জিতলেই চলবে না, পাশাপাশি মেলাতে হবে নেট রানরেটের হিসাব। বাংলাদেশ নিজেদের প্রথম তিন ম্যাচে জিতে নেট রানরেটটা অনেক বাড়িয়ে নিয়েছিল। সেটাই শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিতে ভূমিকা রেখেছে।

banner close
banner close