
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল প্রথম দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৬৭ রান করা জিম্বাবুয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রানে অলআউট হয়।
দলের হয়ে ৫৯ ও ৫৭ রান করে করেন সেন উইলিয়ামস ও ব্রাইন বেনিট। বাংলাদেশ দলের হয়ে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন পেস বোলার নাহিদ রানা।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই ওপেনার সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ।
শেষ বিকেলে আর কোনো উইকেট না হারিয়ে ৫৭/১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও ২৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
আরও পড়ুন: