বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

শান্তর ব্যাটে স্বস্তি, তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ১৮:০২

শেয়ার

শান্তর ব্যাটে স্বস্তি, তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের ক্রিকেটারের সঙ্গে শান্তর খুনসুটি। ছবি: সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে ভর করে সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ১৯৪ রান ৪ উইকেট হারিয়ে, ফলে টাইগাররা এখন ১১২ রানের লিডে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

শেষ বিকেলে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে শান্ত ১০৩ বলে অপরাজিত ৬০ রান করে দলকে এগিয়ে রাখেন। তার সঙ্গে উইকেটে ছিলেন উইকেটকিপার জাকের আলী, যিনি ২১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। দু’জনে মিলে গড়েন ৩৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দিয়েছে।

এর আগে দিনের প্রথম ভাগে জিম্বাবুয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও, শান্তর ধৈর্যশীল ব্যাটিংয়ে সেই চেষ্টা ভেস্তে যায়। মুশফিকুর রহিম মাত্র ৪ রান করে আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ, তবে শান্ত সেখান থেকে দলকে টেনে তোলেন। একবার ২৬ রানে থাকা অবস্থায় শান্তর ক্যাচ ছাড়ার সুযোগ মিস করায় আফসোস করতেই পারে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ওয়েলিংটন মাসাকাদজা ও ভিক্টর নাউয়ুচি ভালো বল করলেও শেষ সেশনে তারা আর সাফল্য পাননি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে ৮২ রানে পিছিয়ে থেকে, প্রথম ইনিংসে টাইগাররা করেছিল মাত্র ১৯১ রান, জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩।

তবে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মিরাজের ৫ উইকেট (৫/৫১) ছিল নজরকাড়া, যা জিম্বাবুয়ের লিডকে খুব বড় হতে দেয়নি।

আগামীকাল (চতুর্থ দিন) সকালে বৃষ্টির সম্ভাবনা থাকায় টাইগাররা চাইবে লিড ২০০ পার করাতে—যা এই ধীরগতির পিচে টার্নিং পয়েন্ট হতে পারে। খেলা ১৫ মিনিট আগে সকাল ৯:৪৫ মিনিটে শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯১ ও ১৯৪/৪ (শান্ত ৬০*, জাকের ২১*)

জিম্বাবুয়ে: ২৭৩

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড: ১১২ রান

banner close
banner close