
পা হড়কালেই বিপদ। লা লিগার শিরোপার দৌড় এখন এমনই। বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচটা জয় পেয়েছিল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে। রিয়াল মাদ্রিদ হেতাফের বিপক্ষে গেলো ঠিক সেই পর্যন্তই। মাস্ট উইন ম্যাচে রিয়ালকে মহামূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের।
এই জয়ের পর তালিকার ৩৩তম রাউন্ড শেষে লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ব্যবধান থেকে গেলো চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬।
আপাতদৃষ্টিতে শিরোপার মূল নির্ধারণ হবে ১১ মে তারিখের এল ক্লাসিকো ম্যাচে। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।
সামনে কোপা দেল রে ফাইনাল। এরপরে লিগে শেষ সময়ের লড়াই। সেই বিবেচনাতেই কিনা এই ম্যাচে প্রথম পছন্দের একাধিক খেলোয়াড়কেই বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগোকে ছাড়াই এদিন ম্যাচ শুরু করে লস ব্লাঙ্কোসরা। আন্টোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, দানি সেবায়োসদের রাখা হয় বেঞ্চে। বিপরীতে প্রথম একাদশে ছিলেন এনড্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।
ম্যাচের শুরু থেকেই রিয়ালই ছিল এগিয়ে। একের পর এক দুর্দান্ত আক্রমণ রচনা করলেও ফিনিশিং দুর্বলতায় দেখেনি আলোর মুখ। তবে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। আর্দা গুলেরের দুর্দান্ত এক গোল রিয়ালকে এগিয়ে দেয় ম্যাচে। বক্সের বাইরে বল পেয়ে জায়গা নিয়ে ২০ গজ দূর থেকে জোরাল শট নেন তুরস্কের মিডফিল্ডার। সেটাই এগিয়ে দেয় লস ব্লাঙ্কোসদের।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ভিনিসিয়ুসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান শেষে গোলে শট নেন এন্ড্রিক। তার শট হেতাফের গোলরক্ষক সরিয়া ঠেকিয়ে দিলেও বল জালেই জড়াতে যাচ্ছিল, শেষ মুহূর্ত গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
বিরতির পর ৫৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় গেতাফে। বক্সের ভেতর থেকে আলভারো রদ্রিগেসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপরে রিয়াল বেশ কিছু ভাল সুযোগ তৈরি করলেও হেতাফে গোলরক্ষকের কল্যাণে ব্যবধান আর বাড়ানো হয়নি তাদের।
আরও পড়ুন: