শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

জিম্বাবুয়ের কাছে হারকে বিব্রতকর বলছে বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ০৯:২৩

শেয়ার

জিম্বাবুয়ের কাছে হারকে বিব্রতকর বলছে বিসিবি
জিম্বাবুয়ের কাছে হেরে কষ্ট পেয়েছেন ফাহিম। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হবে, এমনটা শোনার পরেই অনেক দর্শক-সমর্থক খুশি হয়েছিলেন। ঘরের মাঠে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখবেন বলে। কিন্তু সিরিজ শুরুর পর হতাশই হয়েছেন তারা।

সিলেট টেস্টে যে ৩ উইকেটের পরাজয় দেখেছে বাংলাদেশ।

যে দল সর্বশেষ ১০ টেস্টে জয় পায়নি তাদের কাছে হারটা স্বাভাবিকভাবেই পোড়াচ্ছে অনেককে। হতাশা লুকাতে পারেননি নাজমুল আবেদীন ফাহিমও। তাই তো জিম্বাবুয়ের কাছে হারকে দুঃখজনক ও বিব্রতকর বলে জানিয়েছেন বিসিবির পরিচালক।

মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফাহিম বলেছেন, ‘কিছুটা কষ্টদায়ক।

কারণ আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’

সিলেটের উইকেট কিছুটা অপরিচিত বলে অভিজ্ঞ আর মানসম্মত খেলোয়াড় এমন পারফরম্যান্স করবেন তাতে হতাশ ফাহিম। বিসিবির পরিচালক বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব।

সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরো বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’

হতাশা প্রকাশ করলেও ফাহিম আশা করছেন দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদশ।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট খেলবে দুই দল। সেই টেস্টকে সামনে রেখে বিসিবি পরিচালক বলেছেন, ‘আশা করব এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমাদের ফিরে আসতেই হবে। আমাদের ক্যাপাসিটি কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরও অনুভব করতে হবে তারা নিজেদের নিয়ে কিভাবে এবং কী স্বপ্ন দেখে। জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, দিনশেষে দলটা তাদের। তাদের সে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে, শুধু খেলোয়াড় না আমাদের সবার জন্য।’

banner close
banner close