শনিবার

২৬ এপ্রিল, ২০২৫
১৩ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

বার্সেলোনার বিপক্ষে ফাইনাল বর্জনের গুঞ্জন নিয়ে যা বললো রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১০:১৯

শেয়ার

বার্সেলোনার বিপক্ষে ফাইনাল বর্জনের গুঞ্জন নিয়ে যা বললো রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

আগেও অনেকবার রেফারিদের নিয়ে অভিযোগ করেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার শুধু অভিযোগেই সীমাবদ্ধ থামেনি লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রের ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন বাতিল করেছে। এমনকি ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনেও যোগ দেয়নি দলটির কেউ।

এতে গুঞ্জন উঠেছিল, ফাইনালে অংশ নেবে না রিয়াল। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও তারা ফাইনালে খেলবে। না খেলার সিদ্ধনাতের বিষয়টি কেবলই গুঞ্জন ছিল।

ঘটনার সূত্রপাত কোপা দেল রে ফাইনালের রেফারির সংবাদ সম্মেলন নিয়ে। রেফারি রিকার্ডো ডি বারগোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী—এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করা হয়েছিল মাদ্রিদভিত্তিক এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। এমন এক প্রশ্নের পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। জানান, রিয়াল মাদ্রিদ নিয়ে ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা।

আর ভিএআর রেফারি গঞ্জালেস বলেন, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করবো না।’

এই ঘটনার পরেই স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে কোপা দেল রে ফাইনালের রেফারি পরিবর্তন করার আহ্বান জানায় রিয়াল মাদ্রিদ। যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, আরএফইএফ।

banner close
banner close