রবিবার

২৭ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

সাভার গলফ ক্লাব অডিটরিয়ামে গলফ এর সমাপনী অনুষ্ঠান

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১৮:৫৬

আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

সাভার গলফ ক্লাব অডিটরিয়ামে গলফ এর সমাপনী অনুষ্ঠান
সাভার গলফ ক্লাব অডিটরিয়ামে গলফ এর সমাপনী অনুষ্ঠান।

৭ দেশের ১০২ জন খেলোয়ারের অংশগ্রহণে ৪দিন ব্যাপি ওপেন এ্যামেচার ২০২৫ গলফ খেলোয় ২৯১ স্কোর পেয়ে  একক শিরোপা জয় লাভ করেন বাংলাদেশ এ্যামেচারে সৈনিক শাহাব উদ্দিন । এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন পাকিস্তান এর নোমান ইলিয়াস। ৩য় স্থান অধিকার করেছেন বাংলাদেশের গলফার মুন্না মিয়া ।

নিবার বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক তত্তাবধানে ও বাংলাদেশ গলফ ফেডারেশনে প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ওপেন এ্যামেচার গলফ প্রতিযোগীতায় ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ০৭ (সাত) টি দেশের এ্যামেচার গলফ খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহান এর সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। ১৩ স্ট্রোক বেশী খেলে ৩০১ এস স্কোর নিয়ে টীমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থেকে এই শিরোপা নিশ্চিত করেন।

পুরুষ বি দলে বাংলাদেশের মেহেদী হাসান এবং মুন্না মিয়া এর সমন্বয়ে গঠিত  টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তান এর পারখা ইজাজ এবং আনিয়া ফারুক সাইদ এর মহিলা দল শিরোপা অর্জন করেছে। নাসিমা আক্তার এবং সোনিয়া আক্তার এর মহিলা 'বি' দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ, লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেঃ জেনারেল মোহাম্মদ শাহিনুল হক,বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫ এর টুর্ণামেন্ট ডাইরেক্টর লেঃ কর্ণেল ফরিদুল মাহমুদ (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের চীফ কোঅর্ডিনেটর লেঃ কর্ণেল অহসান আজীজ (অবঃ),সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ আরো অনেকে।

banner close
banner close