ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। সরকারি হিসাবে গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্যায় মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
দ্য ইকোনমিক টাইমসের দেয়া তথ্য অনুযায়ী, দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ান। বন্যাকবলিত এলাকায় উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের অন্তত ১১টি পৃথক দল। তারাই বর্তমানে উদ্ধার ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। দুর্যোগের কবল থেকে শুক্রবার ১২৫ জনকে উদ্ধার করা হয়।
বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার তিনি হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। বন্যা মোকাবিলায় গতকাল সর্বদলীয় বৈঠকও করেন।
গত বৃহস্পতিবার থেকে ত্রিপুরার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাজারে জিনিসপত্রের দাম এখন লাগামছাড়া। তবে ত্রিপুরার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের কোথাও খাবারের সংকট নেই।
আরও পড়ুন: