শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে প্রবেশ করতে চায়নি: আসামের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪ ১৭:২৫

আপডেট: ২৭ আগস্ট, ২০২৪ ১০:৫৩

শেয়ার

হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে প্রবেশ করতে চায়নি: আসামের মুখ্যমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে শনিবার মুখ্যমন্ত্রী এ তথ্য জানান। 

মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছে এবং লড়াই করে যাচ্ছে। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।’ 

মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশ থেকে মুসলমানেরা ভারতের টেক্সটাইল খাতে কর্মসংস্থানের জন্য অনুপ্রবেশের চেষ্টা করছে। 

তিনি দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে। আমরা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছি।