শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

আবারো আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা রাশিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২৩

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০১:১৭

শেয়ার

আবারো আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা রাশিয়ার
আমেরিকার নির্বাচনের দিকে রাশিয়ার দৃষ্টি। ছবি সংগৃহীত

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে। এমন অভিযোগ করেছে ওয়াশিংটন। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যে চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে জো বাইডেনের প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ঘোষণা দিতে পারে। ফৌজদারি অভিযোগসহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

বাইডেন প্রশাসন যেসব পদক্ষেপের ঘোষণা দিতে যাচ্ছে, তার মূলে থাকবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি, আগে যা রাশিয়া টুডে নামে পরিচিত ছিল।

২০১৬ সালে রাশিয়া হস্তক্ষেপ চালানোর পর থেকে বিভিন্ন বিদেশি প্রতিপক্ষের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা ক্রমে বাড়ছে। রাশিয়ার পাশপাশি ইরানও আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করছে।