ভারতের লখনৌতে তিনতলা ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযানের সময় ২৭ বছর বয়সী ভারতের লখনৌতে তিনতলা ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এ ছাড়া এই দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো রাজ কিশোর, ২৪ বছর বয়সী রুদ্র যাদব এবং৩৫ বছর বয়সী জগরূপ সিং-এর মরদেহ উদ্ধার করেছে।
ভবন ধসে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কীনা, সেটি অনুসন্ধানে চলছে অভিজান।
পুলিশ জানায়, ভবনটি চার বছর আগে নির্মাণ করা হয়। সম্প্রতি সংস্কার কাজ চলছিলো ভবনটিতে। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই শ্রমিক।
আরও পড়ুন: