বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলি হামলা; নিহত ৪০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫১

শেয়ার

গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলি হামলা; নিহত ৪০
গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ভূখণ্ডের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে একটি বাস্তুচ্যুতদের ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের আগে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। যেখানে ২০টি তাঁবুকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলার পর তাঁবু ক্যাম্পে ৯ মিটার বা ৩০ ফুট পর্যন্ত গভীর গর্ত পাওয়া গেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা 'উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে' আঘাত করেছে। যারা খান ইউনিসের ওই মানবিক অঞ্চলে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে সক্রিয় ছিল।

অন্যদিকে, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র হামলাকে 'এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যা' হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া, আহতদের উদ্ধার কাজে সহায়তা করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।

banner close
banner close