বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪২

শেয়ার

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত
মাঙ্কিপক্স। ছবি: সংগৃহীত

পৃথিবীর নতুন আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে মাঙ্কিপক্স। যা এবার প্রথমবারের মতো শনাক্ত হলো দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটির এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তি পশ্চিম আফ্রিকা থেকে ভারতে এসেছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই যুবক এমপক্সের পশ্চিম আফ্রিকার প্রজাতি দ্বারা সংক্রামিত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার রাজ্যগুলোকে ‘এমপক্স’ ভাইরাস নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সংক্রামিত হলে বা সেরকম সন্দেহ হলে আইসোলেশনের ব্যবস্থা করার এবং বিশেষ হাসপাতালের ব্যবস্থা রাখার কথাও নির্দেশিকায় বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের ‘ক্লেড-১’ প্রজাতি নিয়ে জরুরি অবস্থা জারি করেছে। তবে ওই যুবক ‘ক্লেড-২’ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

banner close
banner close