মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে এবিসি নিউজের আয়োজনে এ বিতর্কে হ্যারিস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক আখ্যা দিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘তিনি আপনাকে খেয়ে ফেলবেন।' অন্যদিকে, ট্রাম্প হ্যারিসকে ‘ইতিহাসের সবচেয়ে মন্দ ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে আক্রমণ করেন।
নারীদের গর্ভপাতের অধিকার, ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা, হামাস-ইসরায়েল যুদ্ধ এবং আফগানিস্তানের তালেবান ইস্যু নিয়ে তারা একে অপরকে কঠোরভাবে সমালোচনা করেন।
এ ছাড়া, ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকাকালে যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দেন। আর হ্যারিস ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এই বিতর্ককে আসন্ন পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: