শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

উত্তাল মণিপুর; কারফিউ অমান্য করে নারী ও শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৪

শেয়ার

উত্তাল মণিপুর; কারফিউ অমান্য করে নারী ও শিক্ষার্থীদের বিক্ষোভ
মণিপুরে চলছে কারফিউ। ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে কারফিউ অমান্য করে বিক্ষোভ করেছে নারী ও শিক্ষার্থীরা। এর আগে সহিংসতা বাড়তে থাকায় তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার পাশাপাশি পাঁচ দিনের জন্য বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা।

মঙ্গলবার দুপুর ৩টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় কারফিউ জারি হয়। শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরদিনই এই কারফিউ ঘোষণা করা হয়।

ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবিতে গতকাল কারফিউ অমান্য করে নারী ও শিক্ষার্থীদের মিছিল করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এর আগে, সোমবার শিক্ষার্থীদের আরেকটি মিছিলের সময়ও নিরাপত্তা বাহিনীর বাঁধার মুখে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হয়।