শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলা; নিহত ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৮

শেয়ার

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলা; নিহত ১৮
ইসরায়েলি হামলায় গাজার একটি স্কুলে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে অন্তত ১৮ জন নিহত হয়েছে। যার মধ্যে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর ছয়জন কর্মীও রয়েছেন।

এই হামলা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওনি স্কুলটি বাস্তুহারা মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসরায়েলি বাহিনী সেখানে দুটি বিমান হামলা চালায়। আশ্রয়কেন্দ্রে ১২ হাজারের বেশি বাস্তুচ্যুত নারী ও শিশু আশ্রয় নিয়েছিল।

হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় কেউ নিরাপদ নয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

banner close
banner close