শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মোদির সফরের আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় দুই সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫

শেয়ার

মোদির সফরের আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় দুই সেনা নিহত
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় দুই সেনা নিহত। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, কিশ্তওয়ারের চারুতে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনার সময় বন্দুকধারীদের গুলিতে ওই দুই সেনা প্রাণ হারান।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর অভিযানের সময় সেনাবাহিনীর ‘রাইজিং স্টার কর্পসের’ সদস্যরা পাল্টা আক্রমণে দুই বন্দুকধারীকে হত্যা করে। অভিযান এখনও চলছে বলেও জানায় তারা।

একটি সূত্র জানিয়েছে, এই হামলার পেছনে সেই গোষ্ঠীর হাত রয়েছে, যারা গত জুলাই মাসে একই এলাকায় চার সেনাকে গুলি করে হত্যা করেছিল। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা ছিলেন।

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার, দোদা, এবং রামবন জেলাসহ ১৬টি আসনে ১৮ সেপ্টেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে এই হামলার কারণে ওইসব অঞ্চলে অস্থিতিশীল অবস্থা বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। এর আগে এমন ঘটনা স্থানীয় রাজনীতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।