বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বন্যায় মিয়ানমারে শতাধিক নিহত, নিখোঁজ অন্তত ৬৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৩

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৭

শেয়ার

বন্যায় মিয়ানমারে শতাধিক নিহত, নিখোঁজ অন্তত ৬৫
বন্যায় মিয়ানমারের মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত

চলতি বছরে এশিয়ার সবচেয়ে বড় ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যায় মিনায়নমারে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৬৫ জনের মতো মানুষের নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে দেশটির বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির মধ্যাঞ্চলের কায়া, কায়িন, মানদালয়সহ আরও কয়েকটি প্রদেশ।

টানা বৃষ্টিতে ভূমিধসের কবলে পড়েছে অনেক পাহাড়ি এলাকা। চলমান দুর্যোগে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ২০ হাজার মানুষ। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ১৮৭টি আশ্রয়কেন্দ্র।

উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, ভারি বৃষ্টিপাত ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা উদ্ধারকাজে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে।

 

banner close
banner close