শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ট্রাম্প ও বাইডেনের মধ্যে আন্তরিক ফোনালাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭

শেয়ার

ট্রাম্প ও বাইডেনের মধ্যে আন্তরিক ফোনালাপ
জো বাইডেন (বায়ে) ও ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করে ট্রাম্পের খোঁজ নিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় নিজের গলফ কোর্টে সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, হামলা ও শারীরিক অবস্থার বিষয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে।

আন্তরিক কথোপকথনে ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন বাইডেন। রিপাবলিকান নেতা ট্রাম্প ফোন করে তার খোঁজখবর নেয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, সৌজন্য ও হৃদ্যতাপূর্ণ ছিলো তাদের কথোপকথন। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে দুইজনের মধ্যে।

হামলার চেষ্টার খবর পেয়ে এর আগেও একবার ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তখন সংযোগ স্থাপন সম্ভব না হওয়ায় দ্বিতীয়বার যোগাযোগ হয় দুইজনের। খবর দ্যা হিল